Sunday, April 13, 2014

দুনিয়ার জীবন কত দিনের?

quote020313towards-death.jpg

১) আল্লাহ বলেনঃ 'পৃথিবীতে কয় বছর তোমার অবস্থান করেছিলে? তারা বলবেঃ আমরা একদিনের কিছু অংশ অবস্থান করেছি, অতএব তুমি গণনাকারীদের জিজ্ঞেস কর । তিনি বলবেনঃ তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে, তোমরা যদি জানতে !
-( সূরা মু'মিনূন : ১১২-১১৪ )

২) যেদিন তারা তা দেখবে সেদিন তাদের মনে হবে, যেন তারা (পৃথিবীতে) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।
-( সূরা নাযিয়াত : ৪৬ )

৩) তারা কি যমীনে ভ্রমণ করেনা? তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতে পারত, আর তাদের কান শুনতে পারত । প্রকৃতপক্ষে চোখ অন্ধ নয়, বরং বুকের ভিতর যে হৃদয় আছে তাই অন্ধ ।
-( সূরা হাজ্জ : ৪৬ )
৪) এ বিষয় অন্যান্য সূরার আয়াতসমূহ দেখুনঃ হা-মীম আস সাজদা : ৫, কাহফ : ২৫, মা'আরিজ : ৪-৭।
  • উপরোক্ত আয়াত দিবালোকের ন্যায় প্রকাশিত হল এ জীবন কত দিনের, কত সময়ের এবং এর জন্য মানুষ কি না করছে। অনন্ত কালের আখিরাত বা পরকালের জীবনের তুলনায় দেখা গেল যে দুনিয়ার জীবনতো অল্প সময় মাত্র। কেননা গড়ে ৬০,৭০,৮০, বছর দুনিয়ার কর্মমুখর, কর্মক্লান্ত, ছুটন্ত বেচারার অবসরহীন জীবন কেটে গেল চরম পেরেশানীতে অথচ সেই পরকালের তুলনায় এত সময়ের হিসাব মাত্র এক সকাল বা এক সন্ধ্যা । একদিন বা দিনের একাংশ । আর এ জন্যই হানাহানি-মারামারি স্বার্থের দ্বন্দে দুনিয়ার জীবনটা কি বিষময় করে তুলেছি । এ কথা ভাবার সময় পান কত জনে? হাজারে একজনও কি মিলবে ? মহানাবী (সাঃ)-এর হুশিয়ারীঃ জান্নাতে যাবে হাজারে একজন, আর নয়শত নিরানব্বই জনই ওই অনন্ত কালের দাউ দাউ করা প্রজ্বলিত অনলে জ্বলবে । সে কি অসহায় জীবন! তা প্রত্যেক মুসলিম্লে অবশ্যই চিন্তা করতে হবে।