Thursday, July 25, 2013

জামা'আতে ইমাম ও মুক্তাদীর দাঁড়ানোর নিয়ম

১) যিনি ইমাম হবেন তিনি সবার আগে একা দাঁড়াবেন । মুক্তাদীগণ তার পিছনে সারিবদ্ধভাবে কাতার সোজা করে একে অপরের পায়ের সংগে পা ও কাঁধের সংগে কাধ লাগয়ে সোজা হয়ে দাঁড়াবে ।

২) দু'জন পুরুষ হলে ইমাম বাম পাশে এবং মুক্তাদী পাশাপাশি পায়ের সংগে পা ও কাধের সংগে কাধ মিলিয়ে দাঁড়াবে ।
-( বুখারী : ৬৫৭)
কোনরূপ আগপিছ হয়ে দাঁড়াবে না । সলাত শুরু হয়ে যাবার পরে তৃতীয় কোন ব্যক্তি আসলে মুক্তাদীকে পিছনের দিকে ঠেলে নিয়ে পিছনে আলাদা কাতার করবে । ইমামকে ঠেলে সামনে দিবে না।

৩) স্বামী-স্ত্রী একত্রে সলাত আদায় করলে স্ত্রী পিছনে দাঁড়াবে ।
—( তিরমিযী : ১৯৭ )

৪) মেয়েরা বাড়িতে জামা'আতে সলাত আদায় করলে জামা'আতের সময় তাদের মহিলা-ইমাম পুরুষের মতমত সামনে একাকী না দাঁড়িয়ে প্রথম কাতারে অন্যান্য মহিলা মুক্তাদীর পাশাপাশি দাঁড়াবে । জেহরী সলাতে ( যে সকল সলাতে ইমামকে জোর কির'আত করতে হয় ) মহিলা ইমাম নিম্নস্বরে কিরা'আত করবে যেন সাথীরা শুনতে ও বুঝতে পারে ।
—( রসূলুল্ল-হ (সাঃ)— এর সলাত - আবূ মুহাম্মদ 'আলীমুদ্দীন নদিয়াভী ১৯১ পৃঃ )

৫) মাসবূক ( যে ব্যক্তি দু'এক রাক'আত সলাত হয়ে যাবার পর জামা'আতে শামিল হয়েছে ) জামা'আতে শামিল হলে সে প্রথমে 'আল্ল-হু আকবারল' বলে তাকবীর তাহরীমা বাঁধবে, অতঃপর ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় ইমামের বলে জামা'আতে শামিল হয়ে যাবে —( ঐ ১৮৫-১৬৮ পৃষ্ঠ ) ।
দাঁড়ানোর অপেক্ষা করবে না । ইমামের সালাম ফিরানোর পর মাসবূক ব্যক্তি ঈমামের ছুটে যাওয়া সলাতকে সলাতের প্রথমাংশ বা শুরু ধরে অবশিষ্ট সলাত আদায় করবে । বাকী সলাত সমাধার সময় মুক্তাদী পূর্বে এক রাক'আত পেয়ে থাকলে পরের এক রাক'আতে সুরাহ্ আল ফাতিহাহ্ এর সাথে অন্য সুরাহ্ মিলাবে, এক রাক'আতও না পেয়ে থাকলে দু'রাক'আতে অন্য সুরাহ্ মিলাতে হবে, তবে দু'রাক'আত পেয়ে থাকলে আর মিলাতে হবে না ।
—( ঐ ১৮৫-১৮৬ )

৬) মুক্তাদী সর্বাবস্থায় ইমামের অনুসরণ করে প্রতিটি কাজ অবশ্যই ইমামের পরে পরে করবে সংগে সংগে করবে না ।
—( বুলূগুল মারাম : ৩৯৫ )

No comments:

Post a Comment