Tuesday, May 28, 2013

একজন মুসলমানের পোষাক পরিচ্ছেদ।

নারীদের পোশাকঃ
_____________

Muslim+wear+creation+for+the+kids+from+T


১) যে লেনাস মহিলা পরিধান করবে সেটা যেন ( বেগানা পুরুষের সামনে) সৌন্দর্যময় ও দৃষ্টি-আকর্ষিক না হয়।
—( সূরা আন-নূর : ২৪/৩১ )

২)লেবাস যেন এমন পাতলা না হয় যেন কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া দেখা যায়। এ ধরনের ঢাকা থাকলেও খোলার পর্যায়ভুক্ত।
একদা হাফসাহ্ বিনতে 'আব্দুর রহমান পাতলা ওড়না পরে 'আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গেলে তিনি তার ওড়নাকে ছিঁড়ে ফেলেদেন এবং তাকে একটি মোটা ওড়না পরতে দিলেন।
—(মুওয়াত্তা মালিক,মিশকাতুল মাসাবীহ ৪৩৭৫)

৩) পোশাক যেন এমন আট-সাট (টাইটফিট) না হয় যাতে দেহের উঁচু নিচু বুঝা যায়।

৪) "সে মহিলার কোন সলাত ক্ববুল হয় না, যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে; যতক্ষণ না নাপাকীর গোসল করার মত গোসল করে নেয়। "
—( সুনান আবূ দাঊদ,নাসায়ী,ইবন মাজাহ, বায়হাক্বী,সিলসিলাহ সহীহাহ্, আলবানী ১০৩১)

৫) মহিলাদের লেবাসে চুল,পেট,পিঠ,হাতের কব্জির উপরি ভাগের অংগ (কনুই, বাহু প্রভৃতি) বের হয়ে থাকলে সলাত হয় না। পায়ের পাতা ঢেকে নেয়া কর্তব্য।
—( মাজাল্লাতু বুহূসিল ইসলামিয়্যাহ্ ১৬/১৩৮, ফাতাওয়া ইসলামিয়্যাহ্, সঊদি উলামা-কমিটি ১/২৮৮, কিদাঃ ৯৮ পৃষ্ঠ)

৬) অবশ্য সমনে কোন বেগানা পুরুষ থাকলে চেহারা ঢেকে নিতে হবে। ঘর অন্ধকার হলেও বা একা থাকলেও সলাত আদায় করতে ঢাকা ফারয্, এমন কোন অংগ প্রকাশ পেয়ে গেলে সলাত বাতিল হয়ে যাবে। সে সলাত পুনরায় ফিরিয়ে পড়তে হবে।
Burka.jpg

—( ফাতাওয়া ইসলামিয়্যাহ্, সঊদী উলামা-কমিটি ১/২৮৫)
[সূত্র : সলাতে মুবাশ্শির ৫৭-৬০ পৃষ্ঠা]



পুরুষদের পোশাক
___________

trad_gown-01.jpg

১) কাধ ঢাকতে হবে ।
—( সহীহুল বুখারী, সহীহ মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৭৫৪-৭৫৬ )

২) পোশাক নাভি থেকে হাটু পর্যন্ত অংশ অবশ্যই ঢেকে রাখবে ।
—( সহীহুল জামি' : ৫৫৮৩ )
আর খেয়াল রাখতে হবে, যেন লজ্জাস্থান প্রকাশ না পেয়ে যায় ।
—( ঐ মিশকাতুল মাসাবীহ : ৪৩১৫ )

৩) পুরুষদের দেহ ঊর্ধ্বাংশের কাপড় সংকীর্ণ হলে যেন পেট-পিঠ বের না হয়ে যায়।

৪) লেবাস যেন এমন পাতলা না হয়, যাতে কাপড়ের উপর থেকেও ভিতরের চামড়া দেখা যায় ।

৫) লেবাস যেন কোন কাফিরদের অনুসৃত না হয় ।
মুহাম্মদ (সাঃ) বলেন, " যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন ( লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ ) করবে সে তাদেরই দলভুক্ত । "
—( সুনান আবূ দাঊদ, মিশকাতুল মাসাবীহ ৪৩৪৭ )

৬) পুরুষদের জন্য টুপী, পাগড়ী বা রুমাল মাথায় ব্যবহার করা উত্তম ।

৭) গাঢ় হলুদ বা জাফরানি রং এর যেন না হয় । " এগুলো কাফিরদের কাপড়!"
—( সহীহ মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৪৩২৭ )

৮) লেবাস যেন রেশমী কাপড়ের না হয় । পরিহিত লেবাস ( পায়জামা, প্যান্ট, লুংগি, যুব্বা প্রভৃতি) যেন পায়ের টাখনুর নিচে না হয় ।

৯) সলাতের জন্য এমন নকশাদার কাপড় হওয়া উচিত নয়, যাতে সলাত আদায়কারীর মন বা একাগ্রতা চুরি করে নেয় ।
—( সহীহুল বুখারী, সহীহ মুসলিম, মিশকাতুল মাসাবীহ : ৭৫৭ )

১০) টাইট-ফিট্ প্যান্ট, শার্ট, গেনজি, চুস্ত্ পায়জামা ও খাটো ফতুয়া পরে সলাত মাকরূহ । টাইট হওয়ার কারণে সলাতে একাগ্রতা ভংগ হয় । তাছাড়া কাপড়ের উপর থেকে (বিশেষ করে পিছন থেকে) লজ্জাস্থান ঊঁচু-নীচু অংশ ও আকার বোঝা যায় ।
—( মাজাল্লাতুল বুহূসিল ইসলামিয়্যাহ্ ১৫/৭৫)
[ সূত্রঃ সলাতের মুব শশির ৬০-৬৪ পৃষ্ঠা ]

No comments:

Post a Comment