ইমাম →
যে ব্যক্তি সবচাইতে উত্তমভাবে কুর'আন পাঠ করতে পারেন তিনি ইমাম হবেন। এতে কয়েকজন সমান হলে, যে ব্যক্তি বেশী হাদীস জানেন তিনি ইমাম হবেন। এক্ষেত্রেও সমান হলে যিনি পূর্বে হিজরত করেছেন তিনি ইমাম হবেন। এক্ষেত্রেও একাধিক ব্যক্তি থাকলে যিনি বয়সে বড় তিনি ইমামতি করবেন ।
—( তিরমিযী : ২২৩ )
সুত্রাহ (আড়াল) দেয়ার বর্ণনাঃ
শরী'আতের পরিভাষায় থাম,দেয়াল কিংবা সলাত আদায়কারীর সামনে যা রাখা হয় তাকে সুত্রাহ্ বা আড়াল বলে ।
'আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ) বলেন, আল্লা-হর রসূল (সাঃ) ঈদের দিনে যখন বের হতেন তখন একটা ছোট বল্লম নিয়ে যাবার হুকুম দিতেন । অতঃপর সেটা তার (সাঃ) সামনে রাখা হত। অতঃপর তিনি সেটার কাছে সলাত আদায় করতেন এবং লোকেরাও তার পিছনে সলাত আদায় করত । আর তিনি সফরেও এরূপ করতেন ।
—( বুখারী : ৪৪৬ )
রসূলুল্ল-হ (সাঃ) বলেন— " তোমাদের কেউ যখন (ফাকা জায়গায়) সলাত আদায় করবে তখন সে যেন কোন জিনিস দিয়ে তার সামনে আড়াল করে দেয়। যদি সে কোন জিনিস না পায় তাহলে সে যেন ( অন্তত পক্ষে) নিজের সামনে জমিনে একটা রেখা টেনে নেয়, তারপর যে কেউ তার সামনে দিয়ে যাক না কেন তার (সলাতের) কোন ক্ষতি করতে পারবে না । "
—( আবূ দাঊদ, ইবন মাজাহ বরাতে মিশকাত : ৭২৫ )
আল্ল-হর রসূল আরও বলেন : " তোমাদের কেউ যখন সুত্রাহ্ দিয়ে সলাত আদায় করবে তখন কেউ (সুতরার ভিতর দিয়ে) তার সামনে দিয়ে চলে যেতে চাইলে সে যেন তাকে বাধা দেয়। যদি সে বাধা না মানে তাহলে সে তার সাথে যেন লড়াই করে। কারণ, সে একটা সয়তান ।
—( বুখারী, মুসলিম,মিশকাত ৭২১)
রসূলুল্ল-হ (সাঃ) আরও বলেন— সলাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করার গুনাহ্ কেউ যদি জানতো তাহলে অতিক্রম না করে বরং তার জন্য চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা শ্রেয়তর হত ।
—( বুখারী : ৪৮০ )
Thursday, July 25, 2013
শান্তির পথ
→
Salah(Namaz)
→ ইমাম কে হবেন ? সুত্্রাহ (আড়াল) দেয়ার বর্ণনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment